আমাদের প্রতিষ্ঠানের মৌলিক নিয়মাবলী....

১/সব ধরণের সেবা পেতে অবশ্যই আপনাকে শুরুতেই লাইক দিয়ে পেজের মেম্বার হতে হবে।
২/♣পাত্র-পাত্রীর বায়োডাটা,ফটো পেতে অবশ্যই আপনার কিংবা প্রার্থীর পরিপূর্ণ বায়োডাটা ও পুল ফরমাল ফটো এবং অফেরতযোগ্য নগদ রেজিস্ট্রেশন ফি আমাদের নিকট আগেই জমা দিয়ে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।এসব না পাওয়া পর্যন্ত আমরাও আপনাকে পাত্র-পাত্রী দেখাতে অক্ষম।♣
৩/পাত্র পাত্রী দেখানোর ৩৬ ঘন্টার মধ্যে পছন্দ হওয়া বা না হওয়ার ব্যাপারে কনফার্ম না করেন,তবে আমরা পরবর্তীতে আপনাকে ফ্রি সেবা দিতে সক্ষম হবোনা।
৪/বায়োডাটার ক্ষেত্রে,যোগাযোগ নাম্বার, মা,বাবা,ভাই বোন,পেশা(কোম্পানির নাম,পদবি /ব্যবাসার ধরণ)স্থায়ী ও বর্তমান ঠিকানা,পড়ালেখা,উচ্চতা,গায়ের রং উল্লেখ করতে হবে,এবং ডিভোর্সের ক্ষেত্রে,ডিভোর্সের কারণ,সন্তান আছে কিনা,থাকলে কোথায়,কয় বছরের,বিয়ে হলো কয় বছর হলো এবং কয়দিন সংসার টিকে ছিলো এসব উল্লেখ করতে হবে এছাড়া ঐ বায়োডাটা বাতিল বলে গণ্য হবে।
৫/আমাদের ফেসবুক পেজে কোনো পাত্র-পাত্রীর ডিরেক্ট বায়োডাটা পোস্ট করলে তা এপ্রুব করা হবেনা,নিয়ম মেনে আমাদেরকে দিলে আমরাই পোস্ট করে দিবো।
৬/ রাত ১১ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ইনবক্সে SMS গুলোর উত্তর দেয়া সম্ভব হবেনা।এ সময়টাতে তাই ইনবক্স না করার অনুরধ রইলো।
৭/অশোভন আচরণকারীদের কোনো প্রকার সেবা দেওয়া হবেনা এবং মেম্বারশিপ বাতিল করা হবে।
৮/♦ঘরজামাই প্রার্থী,২য় বিয়ে করার প্রার্থী,পাত্রী পক্ষ থেকে প্রতিষ্ঠিত হওয়ার পার্থী, পাত্র পক্ষের গাড়ি-বাড়ি চাওয়া প্রার্থী,সিটিজেন প্রার্থী কিংবা সাধারণত অপ্রচলিত আছে এমন কিছু চাহিদাকারী প্রার্থীদের অবশ্যই শুরুতেই অফেরতযোগ্য নগদ ফি প্রদান করতে হবে।"কাজ হলে একেবারে পরে একসাথে দিবো" এ কথা গ্রহণযোগ্য না।
৯/ইমার্জেন্সি পাত্র-পাত্রী সন্ধানকারীদের এক্সট্রা অফেরতযোগ্য ফি প্রদান করতে হবে।
১০//♥♥কবুলের/বিয়ের রেজিস্ট্রেশনের নূন্যতম ২ঘন্টা পূর্বে পূর্বনির্ধারিত ফি প্রদান করতে হবে।
১১/বিয়ের পূর্বে পাত্র পাত্রী উভয় পক্ষ সব রকমের যাচাই বাচাই নিজ দায়িত্বেই করতে হবে।
বিয়ের পর কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য 'চট্টগ্রাম ম্যারেজ মিডিয়া' দ্বায়ভার বহন করিবেনা।
বি:দ্র:-প্রতিটি নিয়মই সময়ের সাথে সাথে পরিবর্তনযোগ্য।
♦ ♦আমাদের অফিসের ঠিকানা:- ৭২৪,চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বিপরীতে,হাজি আব্দুছ ছামাদ সওদাগর বিল্ডিং(৩য় তলা),মনসুরাবাদ,দেওয়ানহাট,ডবলমুরিং,চট্টগ্রাম-৪২০২।