চট্টগ্রাম ম্যারেজ মিডিয়া

বাংলাদেশের বৃহত্তম ও নির্ভরযোগ্য পাত্র পাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান।

অন্যদের যেখানে শেষ, সেখানেই আমাদের শুরু।

আপনি কেমন জীবনসঙ্গী খুঁজছেন?

সচেতন গার্ডিয়ান ও প্রার্থীদের উদ্দেশ্যে....

সচেতন গার্ডিয়ান ও প্রার্থীদের উদ্দেশ্যে আমাদের কিছু জরুরী কথা.

বিবাহের ক্ষেত্রে অর্থ, বিত্ত, সামাজিক স্ট্যাটাস ও সৌন্দর্য এসবের ক্ষেত্র বিশেষে অবশ্যই প্রয়োজন আছে কিন্তু বর্তমানে আমরা প্রায় ৯৮% মানুষ এগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছি। যার ফলে রোজ বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের সাথে মানুষের নয় বরং রূপের সাথে ক্যারিয়ারের। এরই ফলাফল স্বরূপ বর্তমানে আমরা অহরহ ডিভোর্সের খবর শুনতে পাই। তাই আমাদের উচিৎ হবে একজন সৎ, চরিত্রবান ও স্বচ্ছল পাত্র/নম্র ভদ্র ও ধার্মিক পাত্রীর সন্ধান করা ও সৃষ্টিকর্তার নিকট ও এ বিষয়ে প্রার্থনা করা।

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে।

আল-কুরআন, সুরা- রুম, আয়াত-নম্বর- ২১

অন্যদের থেকে আমরা কেন আলাদা?....

চট্টগ্রাম ম্যারেজ মিডিয়া শুধু একটি বিয়ের বিজ্ঞাপন সাইট নয় — আমরা একটি দায়িত্বশীল Matrimonial সেবা যেখানে লোকাল অভিজ্ঞতা, দ্রুত যাচাই প্রক্রিয়া এবং পারিবারিক সম্মানকে গুরুত্ব দেয়া হয়। আমাদের প্রধান লক্ষ্য: ১) বাস্তব, যাচাইকৃত তথ্য প্রদান করা, ২) পরিবার ও প্রার্থীর গোপনীয়তা রক্ষা করা, ৩) অনুকূলতা অনুযায়ী মিলিয়ে দেওয়া (matching guidance)। সম্প্রতি আমরা অনলাইন ও লোকাল মিলিয়ে অনেকগুলো সফল বিবাহ সম্পন্ন করেছি — আপনার জন্য ও আমরা প্রস্তুত,আপনি প্রস্তুত তো?

وَاللَّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُم بَنِينَ وَحَفَدَةً وَرَزَقَكُم مِّنَ الطَّيِّبَاتِ ۚ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَتِ اللَّهِ هُمْ يَكْفُرُونَ

আল্লাহ তোমাদের জন্যে তোমাদেরই শ্রেণী থেকে জোড়া পয়দা করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদেরকে পুত্র ও পৌত্রাদি দিয়েছেন এবং তোমাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছেন। অতএব তারা কি মিথ্যা বিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে?

আল-কুরআন, সুরা- নাহল, আয়াত-নম্বর- ৭২

Would you like to connect with us